Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে নারীর গলাকাটা লাশ, সন্দেহের তীর স্বামীর দিকে 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:১৯ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:২০ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের নারায়নপুর গ্রামের মাঠ থেকে পারভীনা আক্তার (৩৫) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই গ্রামের মাঠের একটি সরিষা ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। সে মনুড়িয়া গ্রামের আলাউদ্দীনের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে হত্যা করতে পার বলে স্থানীয় চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন ধারণা করছেন।

তিনি বলেন, ওই দম্পতির মধ্যে সবসময় কলহ লেগেই থাকতো। নিহতের ভাই মুনমুন হোসেন অভিযোগ করেন দুলাভাই আলাউদ্দিন তার বোনকে হত্যা করেছে।

ঝিনাইদহ সদর থানার নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই জীবন কুমার জানান, পারভিনা নামে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আপাতত স্বামীকেই তারা সন্দেহ করে তদন্ত চালাচ্ছেন।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, সকালে উপজেলার নারায়নপুর মাঠে পারভীনা আক্তারের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিকে খবর দেয়।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে তার স্বামী আলাউদ্দীন পলাতক রয়েছেন। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করেন।

নিহতের ভাই মুনমুন হোসেন জানান, শনিবার (২২ ডিসেম্বর) বিকালে তার বোন পারভীনা আক্তার তাদের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে সন্ধ্যার পর সে মাঠ পাড়ি দিয়ে স্বামীর বাড়িতে যায়। পরে সকালে তার গরাকাটা লাশ উদ্ধারের খবর তিনি জানতে পারেন। নিহত পারভীনের দুই ছেলে রয়েছে।  

Bootstrap Image Preview