Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা শান্তি চাই, ভোটের মাধমে পরিবর্তন চাই: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:০৭ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:০৭ PM

bdmorning Image Preview


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শান্তি চাই, ভোটের মাধমে পরিবর্তন চাই। কিন্তু আওয়ামী লীগ জনগণকে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে আবারো ক্ষমতায় আসতে চায়। মামলা হামলা ভয় দেখিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। আগামী ৩০ তারিখে জনগণের ভোটধিকার প্রয়োগের মাধ্যমে দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

রবিবার (২৩ ডিসেম্বর) বেলা ৩টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট বাজারে এক পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ চায় হামলা মামলা ও নির্যাতন করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে এবং জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে। কিন্ত তাদের এ অপচেষ্টা সফল হতে দেয়া হবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো দেধের মানুষের ভালো করতে পারে না, তারা কেবল নিজেদের ভালো করতে পারে। দেধের উন্নয়নের কথা বললেও তারা মূলত নিজেদের উন্নয়ন করছে। তারা ঘরে ঘরে চাকরি দিতে চাইলেও চাকরির বদলে ঘরে ঘরে মামলা দিয়েছে। মামলা হামলা দিয়ে ধানের শীষের জয়কে রোধ করতে পারবে না।

উপস্থিত জনগণের উদ্দেশ্যে ফখরুল বলেন, বন্ধুরা ৩০ তারিখে আপনাদের একটা সুযোগ আসছে, আপনারা পরিবর্তন করতে পারেন, পরিবর্তন আপনাদর হাতে। সংবিধান অনুযায়ী আপনারাই দেশের মালিক, আপনাদের একটা ভোট সরকার পরিবর্তন করবে, রাজনীতি পরিবর্তন করবে, ভাগ্য পরিবর্তন করবে।

তিনি বলেন, তত্বাবধায়ক সরকারের সময় ভোট নিয়ে মারামারি হতো না, আওয়ামী লীগ সরকার এটাকে বদলে দিয়েছে। এখন দেশের সব জায়গায় প্রতিনিয়ত মারামারি হানাহানি লেগেই আছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে ধঅনের শীষের প্রার্থীদের বিজয়ী করা ছাড়া আর কোন বিকল্প নেই।

এ সময় জেলা বিএনপির সভঅপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview