Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আদলে মেধা অন্বেষণ  

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:২৭ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:২৭ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আদলে মেধা অন্বেষণ উপলক্ষে দশম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

এ্যাম্বিশন স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের আয়োজনে রবিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বৃত্তি পরীক্ষায় উপজেলার চৌকিবাড়ি, মথুরাপুর ও গোপালনগর ইউনিয়নের ১৮ টি উচ্চ বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৪ জন, মানবিক শাখায় ৪ জন ও বাণিজ্যিক শাখায় ২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের আদলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশ্নপত্র করা হয়। 

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক অচিন্ত চয়ন, শিক্ষক তবিবর রহমান, ইমরুল কায়েস খান, আব্দুল আলিম, খোরশেদ আলম, আওয়ামী লীগে নেতা হারুনর রশিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খোকন মাহমুদ, কবির হোসেন, আব্দুল মান্নান, রাব্বি, আলমগীর হোসেন, নাজমুল হক, সাগর, পলাশ, আরিফুল, রিংকি, শিখা, হায়দার আলী, শারমিন সুলতানা, আশিক, প্রাণ, নাঈম, সৈকত, নাদু মিয়া, সজল ও রবিউল হোসেন প্রমুখ।  

আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

Bootstrap Image Preview