Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির রাস্তা সংস্কার

তোফায়েল পাপ্পু, মৌলভীবাজার:
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:২২ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:২২ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) লাউয়াছড়ায় খাসি পুঞ্জির প্রায় ত্রিশটি পরিবারের চলাচলের দুই কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করে দিয়েছে এলাকার তরুণেরা। ত্রিশটি পরিবারের প্রায় দুই শতাধিক লোক বসবাস করে এখানে। তাদের একটাই যাতায়াতের জন্য দুই কিলোমিটার রাস্তার প্রধান সমস্যা।

শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে এলাকার তরুণরা মিলে কাজ করে এ রাস্তাটি ঠিক করে।

লাউয়াছড়া পুঞ্জির সাজু মারছিয়াং বলেন, পুঞ্জির ভিতরের এই রাস্তাটি খারাপ থাকার কারণে অনেক সমস্যায় পড়তে হয় আমাদের। বিশেষ করে পুঞ্জির পান শহরে নিয়ে যেতে ও জরুরি রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে খুবই সমস্যায় পড়তে হতো। পুঞ্জির প্রায় ৪০ হতে ৫০ জন তরুণ যুবকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি মেরামত করে সারা দিন।

তিনি আরো জানান, তরুণরা যে কাজ করেছে সেটা তো বেশিদিন টিকবে না। এটি সাময়িক সময়ের জন্য। এখন যদি এই রাস্তাটি সরকারিভাবে এই রাস্তাটি কাজ করা হয় তাহলে সবারই উপকৃত হবে।

লাউয়াছড়া পুঞ্জির গ্রাম প্রধান ফিলা পতমি বলেন, আমার কাছে মনে হলো সরকারিভাবে কাজ হবে এই আশায় বসে না থেকে নিজেরাই রাস্তাটি মেরামত করে দেই। পুঞ্জির তরুণদের সাথে এই বিষয়ে কথা বলতেই সবাই রাজি হয় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজটি করার। আমরা প্রায় ৬ ঘণ্টা একসাথে কাজ করে লাউয়াছড়া পুঞ্জির প্রবেশ মুখ থেকে শুরু করে পুঞ্জির ভিতর পর্যন্ত রাস্তাটি সংস্কার করেছি।

শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় জানান, রাস্তার জন্য আমরা একবার বরাদ্দ দিয়েছিলাম। আগামীতে এ রাস্তাটি পাঁকা করনের পরিকল্পনা আছে।

Bootstrap Image Preview