Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদে পক্ষে নির্বাচনী জনসংযযোগ

রাজকুমার সেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল -কমলগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের পক্ষে তার নির্বাচনী এলাকা কমলগঞ্জে প্রচার-প্রচারণা ও জনসংযযোগ করছে দলীয় নেতাকর্মীরা। 

প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানামূখী প্রচারে ও গণসংযোগ শহর, গ্রাম, পাড়া, মহল্লা ব্যস্ত সময় পার করছে দলীয় নেতাকর্মীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করছেন শিশু-কিশোরসহ, চা বাগানে, নানা শ্রেণী-পেশার মানুষ।

এদিকে পোষ্টার, ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সব অলিগলি। প্রচারের কাজে ব্যবহার হচ্ছে মাইকিং, লিফলেট, ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যম।

উল্লেখ্য, নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এই আসন থেকে টানা ৫ বারের নির্বাচিত সাংসদ। ৬ষ্ঠ বারের জন্য এবার লড়াইয়ে নেমেছেন। তিনি তাঁর নির্বাচনী প্রচারণায়  ১০ বছরের এলাকার উন্নয়নের নানা পরিস্থিতি তুলে ধরছেন। এলাকার প্রত্যন্ত এলাকা বিদ্যুতায়ন করেছেন। রাস্তা-ঘাট পাকাকরণ  করেছেন। কমলগঞ্জকে পৌরসভায় উন্নীতকরণসহ নানা উন্নয়ন করেছেন।   

এক আলাপকালে ড. মো. আব্দুস শহীদের জানান, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার থাকার কারণেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারছেন। এই এলাকার মানুষের সুখে-দুঃখে মানুষে পাশে ছিলাম সব সময়। তাই আপনাদের কাছে ভোট চাওয়ার অধিকার আছে একমাত্র আমারই।

কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ বলেন, দেশের সার্বিক উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। 

Bootstrap Image Preview