Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অতিরিক্ত পুলিশ সুপার হলেন জীবননগরের শাওন 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM

bdmorning Image Preview


অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইউসানুল ফিরদাউস শাওন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ২০১৮ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধি-শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

এর আগে ইহসানুল ফিরদাউস শাওন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) অপারেশন, (এসি) মতিঝিল ও (এসি) রমনা জোনে সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রের দায়িত্ব পালন করেন।

পদোন্নতি পাওয়ার পর ইহসানুল ফিরদাউস শাওন জানান, দেশকে সেবা করার মহান ব্রত নিয়ে পুলিশের চাকরিতে যোগদান করেছি। এতদিন নিষ্ঠার সাথে ঢাকা মগানগর পুলিশের বিভিন স্থানে দায়িত্ব পালন করেছি। পদোন্নতি পাওয়ার পরে সেই দায়িত্ব আরও বেড়ে গেছে। দেশের মানুষের জন্য কিছু করতে চাই। যে লক্ষ নিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছি আল্লাহ্ যেন সেই লক্ষ পূরণ করেন। 

উল্লেখ্য, ২০০৪ সালে মাধ্যমিক, ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক ও ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাকাল্টি অব ফার্মেসী বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ন হন। ২০১৩ সালে ৩১তম বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

ইউসানুল ফিরদাউস শাওন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার জীবননগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নিজাম উদ্দীন ও দোলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরা দম্পতির জ্যেষ্ঠ সন্তান। 

 

 

Bootstrap Image Preview