Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বিষয়ে ইসির সিদ্ধান্ত আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:১৭ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:১৭ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা থাকবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সভা আহ্বান করেছে নির্বাচন কমিশন।

আজ রবিবার বিকাল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। কমিশনের ৪১তম এ সভায় জামায়াতের রিট আবেদন নিষ্পত্তির বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়েছে বলে জানা যায়।

এর আগে গত মঙ্গলবার ধানের শীষ নিয়ে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে চার ব্যক্তির করা একটি রিট আবেদনের শুনানি করে হাইকোর্ট। আদেশে ওই নেতাদের প্রার্থিতা বাতিলের বিষয়টি ইসিকে তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। গত বৃহস্পতিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছিলেন, আগামী সোমবারের মধ্যে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১ আগস্ট তরিকত ফেডারেশনের দায়ের করা এক রিট মামলার রায়ে হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। দলটির নেতারা এবার তাদের জোটসঙ্গী বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র হিসেবেও প্রতিদ্বন্দ্বিতায় আছেন কয়েকজন।

Bootstrap Image Preview