Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে সরব চৌধুরীপত্নী

আব্দুল বাতেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮ AM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই কাছে আসছে ততোই জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা। রাজশাহী-১ (গোদাগাড়ী- তানোর) আসনে প্রার্থী ওমর ফারুক চৌধুরী ও তাদের নেতাকর্মীদের পাশাপাশি ভোট মাঠে সরব রয়েছেন ওমর ফারুক চৌধুরী পত্নী মিসেস পারুল চৌধুরী।

মিসেস পারুল চৌধুরী ভোটের মাঠে সরব হওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বেড়ে গেছে। বিশেষ করে মহিলা আওয়ামী লীগ কর্মীরা সুমিষ্ট ভাষি ও অমায়িক ব্যবহারের অধিকারী মিসেস পারুল চৌধুরেকে পেয়ে তাদের কাজের গতি আরো একধাপ এগিয়ে চলেছে।

গোদাগাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষনা দেবী জানান, গত ৬ দিন হতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় আনার জন্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পাশাপাশি তিনার সহধর্মীনি মিসেস পারুল চৌধুরী ভোট প্রার্থনায় নেমে পড়েছেন।  তিনি সকাল হতে রাত পর্যন্ত আমাদের মহিলালীগের নেতৃবৃন্দের সাথে থেকেই তিনি ভোট চাইছেন।

চৌধুরীপত্নী নির্বাচনী এলকার বিভিন্ন জায়গাতে গিয়ে সবার কাছে ভোট চাইছেন। বিশেষ করে মহিলা ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে খুব সুমিষ্ট ভাষায় নৌকার বিজয়ের জন্য ভোট প্রার্থনা করে বলেন। আগামীর বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেখতে চাইলে অবশ্যই নৌকাকে ভোট দিবেন। তিনি নারীদের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সরকারের প্রয়োজনীতা বোঝাতে চেষ্টা করছেন। তিনি আরও বলেন শেখ হাসিনার নৌকা রাজশাহী-১  আসনে ওমর ফারুক চৌধুরী আমার স্বামী এখানের মনোনিত হয়েছেন তাই তার জন্য দোয়া ও ভোট দিবেন।

এদিকে কোনদিন রাজনীতির মাঠে একমাত্র ওমর ফারুক চৌধুরী ছাড়া তার পরিবারের কাউকে না দেখতে পাওয়ায় হঠাৎ করে ফারুক চৌধুরীর সহধর্মীকে দেখতে পেয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

Bootstrap Image Preview