Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই: আয়েশা

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩৮ AM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩৮ AM

bdmorning Image Preview


নোয়াখালী ৬ (হাতিয়া) আসনের আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদাউস বলেছেন, হাতিয়া তথা দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই। নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখুন। আমি নির্বাচিত হলে আগামীতে হাতিয়া ভাঙ্গন রোধ, বিদ্যুৎ ব্যবস্থার আরো উন্নয়ন, হাট-বাজার ও রাস্তা-ঘাটের উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। 

শনিবার (২২ ডিসেম্বর) জাহাজমারা ইউনিয়নের বিরবিরি, মোহাম্মদপুর, ম্যাকফাসান সহ কয়েকটি গ্রামে নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠকের সময় তিনি এ কথা বলেন। এসময় তার সাথে ছিলেন জাহাজমারা ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মাছুম বিল্লাহ, জেলা পরিষদ সদস্য আবুল বাসার ,সেচ্ছাসেবক লীগ উপজেলা সভাপতি মহিউদ্দিন মহিন প্রমূখ। পরে বিকালে স্থানীয় আ,লীগ আয়োজিত জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল পথসভায় বক্তব্য দেন তিনি।

পরে জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, আমি চাই হাতিয়ার উন্নয়ন, জনগণের শান্তি। জনগণের শান্তির যেই ব্যাঘাত ঘটাবে তার রক্ষা নেই। তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। আমি কখনো হাতিয়ার জনগণের সাথে বেইমানী করি নাই, কখনো করবোও না।

তিনি বলেন, বিএনপি প্রার্থী ফজলুল আজিম আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছেন আমি নাকি বিদ্যুতের ঠিকাদার থেকে চাঁদা দাবি করায় তারা কাজ বন্ধ করে দিয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। যদি তিনি প্রমাণ দিতে পারেন তাহলে আমি হাতিয়ার জনগণের সামনে কখনো আসব না, রাজনীতি ছেড়ে দিব আমি। হাতিয়ার স্বার্থ বিরোধী কোন কাজ যদি করে থাকি তা প্রমাণ করতে পারলে আমি নাকেক্ষত দিয়ে চলে যাব।

এসময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের গতিধারা বজায় রাখার আহবান জানান।

পরিশেষে বক্তারা আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদাউসকে নির্বাচিত করলে হাতিয়ার আরো উন্নয়ন হবে বলে আশাব্যক্ত করেন।পাশাপাশি আওয়ামী সংগঠনকে গণমানুষের সংগঠনে পরিণত করা, মানুষের পাশে দাঁড়ানো, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার জন্য  প্রত্যেক নেতৃবৃন্দ, সমর্থক ও শুভাকাঙ্খিদের প্রতি আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মাহাবুব মোরশেদ লিটন,উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন আহম্মদ ও অন্যান্যদের মধ্যে জাহাজমারা ইউপির সাবেক চেয়ারম্যান এটিএম সিরাজুল ইসলাম, সোনাদিয়া ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, উপজেলা আ,লীগ সাবেক সাধারণ সম্পাদক কেফায়েত উল্যাহসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview