Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবার জন্য ভোট চাইলেন মেয়ে

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:২১ AM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:২১ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: দবিরুল ইসলামের জন্য ভোট চাইলেন তার কন্যা মুক্ত। 

শনিবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা নিকট তিনি আওয়ামী লীগের সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মাধ্যম হয়ে আমার বাবা দীর্ঘ ৩০ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে। কয়েক বছর ধরে মাঠে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে আমার দুই ভাই।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-২ আসনের মানুষের বিদ্যুৎ সমস্যা দূর করা হয়েছে। সারের সমস্যা নিরসন করা হয়েছে কৃষকদের। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হচ্ছে প্রতিটি এলাকার মানুষকে।

এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কিছু কিছু কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে। চলমান কাজগুলো শেষ এবং ঠাকুরগাঁও-২ আসনকে ডিজিটাল করতে ৭ম বারের মত নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উল্লেখ যে, ছয়বারের সফল সাংসদ বাবা বীর মুক্তিযোদ্ধা বাবা আলহাজ্ব মো: দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।

ঠাকুরগাঁও-২ আসনে নৌকার প্রার্থী দবিরুল ইসলামের প্রতিদ্বন্দিতা করছেন নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। তিনি এর আগে চারবার এই প্রাথীর কাছে হেরেছেন। এছাড়াও প্রথম বারের মত গোলাপ ফুল প্রতিক নিয়ে জাকের পার্টির সামশুজ্জোহা এবং হাতপাখা প্রতিক নিয়ে রেজাউল করিমও প্রতিদ্বন্দি প্রার্থী। 

Bootstrap Image Preview