Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে নিহত ৪৩, আহত ৬০০

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬ AM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির আঘাতে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ৬ শতাধিক। দেশটির সান্দা স্ট্রেইট উপকূলে শনিবার ভয়াবহ এই সুনামি আঘাত হানে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সুনামিতে দুইজন লোকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এতে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, ভয়াবহ এই সুনামিতে ৪৩০টি বাড়ি ও ৯টি হোটেল ক্ষতিগ্রস্থ হয়েছে।

সুনামিতে পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের থবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) জানায়, লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির প্রভাব থেকে সম্ভবত এ সুনামির উৎপত্তি হয়েছে।

বিএমকেজি আরো জানায়, কোন ভূমিকম্পের ফলে এটির সৃষ্টি হয়নি।

এর আগেও দেশটিতে চলতি বছরের সেপ্টেম্বরে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। এতে নিহত হয়েছিলেন প্রায় ২ হাজার মানুষ।

Bootstrap Image Preview