Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভুয়া প্রতিবেদনে সেরা প্রতিবেদকের পুরস্কার লাভ সাংবাদিকের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৮ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টানা সাত বছর ধরে মিডিয়ায় ভুয়া প্রতিবেদন প্রকাশ করছিলেন সাংবাদিক নামধারী ক্লাস রোলোটিউস। কেউই বুঝতে পারেনি এ জার্মান ব্যক্তির জালিয়াতি।

জার্মানির শীর্ষস্থানীয় পত্রিকায় ভুয়া প্রতিবেদন ছেপে বেশ নামও কামিয়েছিলেন ৩৩ বছর বয়সী সেই জার্মান ব্যক্তি। কিন্তু সম্প্রতি তিনি ভুয়া প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে ধরা পড়েছেন।

এর আগে গত সাত বছরে কেউই ওই সাংবাদিকের জালিয়াতি ধরতে পারেনি। উল্টো তার প্রতিবেদনগুলোর মধ্যে কয়েকটি বড় ধরনের ফিচার পুরস্কারের জন্য মনোনীত এবং পুরস্কারও পায়। মাত্র তিন সপ্তাহ আগেই ৩৩ বছর বয়সি ক্লাস রোলোটিউস তার প্রতিবেদনের জন্য জার্মান রিপোর্টার্স অ্যাওয়ার্ড-২০১৮ পান। তবে এবার সে জালিয়াতি ধরা পড়ায় তার পুরস্কার কেড়ে নেওয়ার আলোচনা চলছে।

দীর্ঘদিন ধরে এমন ভুয়া প্রতিবেদন প্রকাশের ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছে জার্মানির বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা ডেয়ার স্পিগেল। গত বুধবার ডেয়ার স্পিগেল জানায়, সাংবাদিক রোলোটিউস বছরের পর বছর ধরে ভুয়া গল্প প্রতিবেদন আকারে প্রকাশ করে গেছেন। প্রতিবেদনের পটভূমি থেকে শুরু করে চরিত্রগুলো ওই সাংবাদিকের মনগড়া। নিছক গল্পকেই তিনি প্রতিবেদনের আকার দিয়েছেন এতদিন।

Bootstrap Image Preview