Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের ফলাফল নিয়েই ঘরে ফিরব: রমেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:৩১ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:৩১ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও-১ আসনের নৌকা প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং ভোট গননা শেষে ফলাফল নিয়েই ঘরে ফিরব।

আজ শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।

নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেন, ২০১৪ সালের মত এবারও বিএনপি-জামায়াত নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করবে; ভোটের মাঠে তারা তান্ডব চালানোর চেষ্টা করতে পারে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

নারী ভোটারদের উদ্দেশ্যে রমেশ চন্দ্র সেন বলেন, নারী ভোটাররা আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন। এরপর পুরুষ ভোটাররা এসে তাদের ভোট দিবেন এবং ভোটের মাঠে থাকবেন।

তিনি আরও বলেন, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে থাকেন তাহলে এ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। দেশের উন্নয়ন দেখে মানুষ এখন সচেতন; তাই আমার বিশ্বাস এবারও দেশের জনগণ নৌকা মার্কা ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন করবেন। 

জননেত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। আমরা দেশের মানুষের উন্নয়নে সবসময় কাজ করেছি। ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নেই আমরা উন্নয়ন করেছি। আরও কিছু কাজ বাকি আছে, আবারও যদি আমরা ক্ষমতায় আসি তাহলে অবশিষ্ট কাজগুলো সমাপ্ত হবে।

নৌকা উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান রমেশ চন্দ্র সেন।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহাগ হোসেন, সাবেক চেয়ারম্যান শাহজাহান ই হাবীব সহ ইউনিয়ন আওয়ামী লীগর ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview