Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবারের নির্বাচনে সহিংসতার মাত্রা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:২৯ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:২৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অন্যান্য বছরগুলোর তুলনায় এবারের নির্বাচনে সহিংসতার মাত্রা কিছুটা বেশি। জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

শনিবার (২২ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে আইডিয়াল কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে একথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে নানা স্থানে গোলযোগের খবর গণমাধ্যমে এসেছে। ধানের শীষের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের গাড়িবহরসহ বেশ কিছু প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়ে আওয়ামী লীগের প্রার্থীদের গণসংযোগেও ঘটেছে হামলার ঘটনা।

Bootstrap Image Preview