Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভয়ে মধ্যপ্রাচ্য থেকে পালাচ্ছে যুক্তরাষ্ট্র: হিজবুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:২৬ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তীব্র প্রতিরোধের মুখে মার্কিনবাহিনী অবশেষে সিরিয়া থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাঈম কাসেম।

সংগঠনের সাবেক কমান্ডার সামির কান্তারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। খবর আনাদোলুর।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন, সিরিয়ায় উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস পরাজিত হওয়ার কারণে তিনি সেনা প্রত্যাহারের এ নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে শেখ নাঈম কাসেম বলেন, আইএসের অজুহাতে সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন এবং তা প্রত্যাহার দু’টিই হাস্যকর। কারণ, ইসরাইলি মদদে যুক্তরাষ্ট্রই আইএসের জন্ম দিয়েছে এবং ওই জঙ্গিগোষ্ঠকে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে মধ্যপ্রাচ্যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

হিজবুল্লাহর উপ প্রধান আরও বলেন, ইরাক ও সিরিয়া থেকে আইএস উৎখাতে মার্কিন বাহিনীর বিন্দুমাত্র ভূমিকা ছিল না।

সিরিয়া ও ইরাকের সেনাবাহিনী, এই দুই দেশের গণবাহিনী, লেবাননের হিজবুল্লাহ ও ইরান মিলে জঙ্গিগোষ্ঠী আইএসকে নির্মূল করায় এখন ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে মার্কিনবাহিনী।

Bootstrap Image Preview