Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকল অশুভ শক্তিকে উপেক্ষা করে নৌকাকে বিজয় করতে হবে: কুজেন্দ্র লাল ত্রিপুরা

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:২৫ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:২৫ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। উন্নয়নের এই ছোঁয়া একটি মহল সহ্য করতে পারছে না তাই তারা এ উন্নয়নের ধারাবাহিকতাকে ধ্বংস করে দিতে চায়। তাই এ সকল অশুভ শক্তিকে উপেক্ষা করে নৌকাকে বিজয় করতে হবে। আর আগামী ৩০ ডিসেম্বর স্বাধীনতা বিরোধীদের ব্যলটের মাধ্যমে তা জবাব দিয়ে দিতে হবে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার গুমতি ইউনিয়নে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপি-জামায়াত আবারো ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, নৌকার বিজয় ছাড়া আমাদের আর কোন লক্ষ্য নেই।

গুমতি  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো:মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আর উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক, গুমতি ইউপি চেয়ারম্যান মো.ফারুক হোসেন লিটন ও  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহ জালাল, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমত উল্ল্যাহ, সাধারণ সম্পাদকসহ বেলছড়ি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

সভার শেষে খেদাছড়া, শান্তিপুর, গুমতি,বেলছড়ি নির্বাচনী জনসভায় বিএনপি ও যুবদলের প্রায় ৫শতাধিক নেতাকর্মী কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে নৌকা প্রতিক তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

Bootstrap Image Preview