Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীরা নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:২৫ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:২৫ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারীদের জন্য অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনার সরকার। দেশের নারীরা এখন পাইলট, পুলিশ অফিসার সহ সরকারের বড় বড় পদে বহাল আছেন। গ্রামীণ নারীদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ সকল সুবিধা দেয়েছেন। তাই আজ নারীরা দলে দলে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।

শনিবার (২২ ডিসেম্বর) নোয়াখালীর কবিরহাট উপজেলার জনতা বাজারে এক নারী সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন কাদের।

বিএনপি নেতাকর্মীরা দলে দলে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা বাংলার ধান এখন নৌকা হয়ে গেছে।

তিনি আরও বলেন, আগামীতে শেখ হাসিনা সরকার গঠন করলে গ্রামকে শহরে পরিণত করবেন। বঙ্গবন্ধু কন্যা কোনও ওয়াদা করলে তা পালন করেন। নেত্রী বলেছেন প্রতিটি পরিবারের একজন বেকারকে চাকরি দেওয়া হবে।

এসময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান, ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব নবীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview