Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম-১: আ.লীগের বিরামহীন প্রচারণা, মাঠে নেই বিএনপি 

ইমাম হোসনে, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি   
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৭:১৩ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৭:১৩ PM

bdmorning Image Preview


ভোটের আছে আর মাত্র ৭ দিন। এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে যথেষ্ট উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন আওয়ামী লীগ। তবে অপর প্রতিপক্ষ বিএনপিকে এখনো কোন প্রকার প্রচার প্রচারণায় দেখা যাচ্ছে না।

এবারের নির্বাচনে মীরসরাই থেকে মোট ৬ জন প্রতিদ্বন্ধি প্রার্থী থাকলেও সর্বসাধারনের মতে মূল প্রতিদ্বন্ধিতা হবে আ’লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে আর বিএনপি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন এর।

কিন্তু ভোটের দিন ক্ষণ যতোই ঘনিয়ে আসছে হিসেব যেন পাল্টে যাচ্ছে। বিএনপি সমর্থিত ভোটাররা সংশয়ে আছে যে কোন প্রকার প্রচার প্রচারণা, জনসংযোগ, এমনকি কোথাও একটি পোষ্টারও দেখতে না পেয়ে। অপরদিকে বিরামহীন প্রচারণা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও দলের নেতাকর্মীরা। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গণসংযোগের পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচন উপলক্ষে চলছে কর্মযজ্ঞ।   

এদিকে প্রতীক বরাদ্ধ পাওয়ার পরও প্রকাশ্যে এখনো গণসংযোগে দেখা যায়নি বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনকে। উপজেলা জুড়ে নৌকা প্রতীকের সমর্থনে মাইকিং, পোস্টার, ব্যানার, তৌরণ চোখে পরলেও দেখা যায়নি ধানের শীষ প্রতীকের কোন প্রচারণা। দেখা মিলেনি ধানের শীষের কোন ব্যানার পোষ্টারও। 

এই বিষয়ে বিএনপির প্রার্থী নুরুল আমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কেন আমার প্রচার প্রচারণায় নেই তা আপনারা তো বুঝতেই পারছেন’। প্রতিদিন আমার নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছে তাই কেউ ভয়ে আমার পোষ্টার বা প্রচারণা করছে না।

এদিকে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিরামহীন নির্বাচনী প্রচারণা করছেন। প্রতিদিন দলের কেন্দ্র কমিটির ছোট বড় সভা, গণসংযোগ, নির্বাচনী জনসভা, নির্বাচনী ইশতেহার সম্বলিত লিপলেট বিতরণ কর্মসূচিতে  অংশ নিচ্ছেন।

ইতিমধ্যে উপজেলার সব ইউনিয়নে গণসংযোগ, কেন্দ্র কমিটি গঠন, তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা, জনসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। যেখানে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে।

নির্বাচনে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা স্ব স্ব ওয়ার্ডে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করছেন প্রতিদিন। এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছাড়াও নৌকা প্রতীকের সমর্থনে তার স্ত্রী, ছেলে, পুত্রবধু সহ পরিবারের সদস্যরা বিভিন্ন গ্রামে গণসংযোগ করছেন।

Bootstrap Image Preview