Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আওয়ামী লীগে যোগ দিল বিএনপির ১ হাজার নেতাকর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির এক হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতারা বিএনপি নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) উপজেলায় দুটি অনুষ্ঠানের মাধ্যমে তারা আওয়ামী লীগে যোগ দেন।

বিকেলে উপজেলার বারবাজার ইউনিয়নে নির্বাচনী কর্মীসভায় ৫০০ বিএনপি নেতাকর্মী এবং রাতে কালীগঞ্জ পৌরসভার পাইকপাড়া রোডে নির্বাচনী কর্মী সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি আবদুল হাই মিন্টুসহ দলটির ৫০০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

আওয়ামী লীগে যোগ দিয়ে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল আজীম আনারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে শপথ নেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই মিন্টু বলেন, সারা দেশের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমূলে পর্যাপ্ত অনুদান এবং সাধারণ মানুষের উন্নয়নে শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপ আমার ভালো লেগেছে। আমি বিশ্বাস করি, আবার নৌকা প্রতীক বিজয়ী হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহম্মেদ প্রমুখ।

Bootstrap Image Preview