Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সদরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৪ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর প্রধান সড়কের ৩০টি অবৈধ দখলকৃত দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী চলে উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদরপুর সহকারি কমিশনার ভূমি(এসিল্যান্ড) সজল চন্দ্র শীল।

জানা গেছে, গত এক মাস পূর্বে অবৈধভাবে সরকারি জায়গায় উত্তোলনকৃত স্থাপনা সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। আদেশ নিষেধাজ্ঞা অমান্য করে দখলকৃতরা ব্যবসা বানিজ্য পরিচালনা করে। সরকারি নির্দেশ অমান্য করার দায়ে এসিল্যান্ড উচ্ছেদ অভিযানে নামে অভিযানে দখলে থাকা সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়। অভিযানে অংশ নেয় সহকারি কশিনারের তহ্শিলদারগণ।

এসিল্যান্ড সজল চন্দ্র শীল জানান, সরকারি জায়গা দখল করে এক শ্রেনির লোকজন দোকানঘর উত্তোলন করে ব্যবসা পরিচালনা করছিল। জায়গা অবমুক্ত করতেই এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা।

Bootstrap Image Preview