Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকার নির্বাচনী অফিস ভাংচুর

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৭ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা প্রতীকের নিার্বচনী আফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন।

শুক্রবার নীলগজ্ঞে ইউনিয়নের মোস্তফাপুরে রাত সাড়ে আটার এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ওই দিন রাতেই নীলগজ্ঞ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাসির হাওলাদার বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা একটি দয়ের করেন। মামলায় আলম হাওলাদারকে প্রধান আসামী করে ৩৪ জনের নাম উল্লেখসহ আরো প্রায় পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলা নং-২১/১৮। তারিখ: ২১.১২.২০১৮।

আটকৃতরা হল মিলন মৃধা, হাসান আকন, কাদের খান, মোকসেদ হাওলাদার ও মাসুম খান।

নীলগজ্ঞ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শহিদ মাতুব্বর বলেন, মামলার সকল আসামীই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। নির্বাচনে সামনে রেখে এলাকায় বিএনপি নেতা-কর্মী শূন্য করার উদ্যেশে তারা নিজেরাই এমন ঘটনা ঘটিয়ে মামলা করা হয়েছে।
     
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহমদ জানান, রাতেই হামলার খবর শুনে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে। বাকীদের গ্রেফতারের প্রচেস্টা অব্যাহত আছে। 
 

Bootstrap Image Preview