Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারের কাছে বিশিষ্ট নাগরিকদের ৫ দফা দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:১৪ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:১৪ PM

bdmorning Image Preview


দলীয় সরকারের অধীনে দেশে কখনো নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে দেশের বিশিষ্ট নাগরিকরা সরকারকে ৫ দফা দাবি জানিয়ে বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে সরকারের উচিত জনগণকে আশ্বস্ত করা। কিন্তু নির্বাচনে ৭দিন আগেও সরকার এ কাজটি করেনি। নিজেদের সাফল্যে বিশ্বাস করলে সরকার ভোটের পরিবেশ নিশ্চিত করবে। ৩০ ডিসেম্বর জনগণ ঠিকই ঝুঁকি নেবে। কেননা, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হবে।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নির্বাচনে 'জনগণের ঢল নামুক, ভোটকেন্দ্র হোক ভোটারের' শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। 'নাগরিকদের পক্ষে আমরা' ওই ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ভোট সুষ্ঠু হওয়া নিয়ে জনমনে রয়েছে প্রবল সংশয়। ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ। নির্বাচন সরকারের সাজানো ছকে হওয়ায় শঙ্কা ভর করছে। নির্বাচনী প্রচারে বিরোধী প্রার্থীদের ওপর নানাভাবে দমন-পীড়ন চলছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছেই। এমন পরিস্থিতিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ফাঁকাবুলিতে পরিনত হয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে নাগরিকদের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনকে ৫ দফা দাবি জানানো হয়। যেখানে ধরপাকড় এখনই বন্ধ করে হয়রানি মামলায় গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানানো হয়। দেশি-বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে যথাযথ স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে।

এসময় খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম বলেন, প্রতিবাদ করা নাগরিকদের অধিকার। ভয়ের পরিস্থিতিতে জনগণকে সাহস যোগাতে আমাদের প্রতিজ্ঞা 'আমার ভোট আমিই দেবো, রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে বাংলাদেশকে তুলে দেবো না'। জনগণকে ভোট দিতে যেতে হবে, সোচ্চার হতে হবে। নইলে মাঠ খালি হয়ে যাবে।

সরকারি দলের নির্বাচনী প্রচার নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, সরকার দল সরকারি গাড়ি ব্যবহার করে ভোট চাচ্ছেন, যা আচরণবিধির লঙ্ঘন। আর বিরোধীরা নিজের সুরক্ষা চেইলেও পুলিশ তা দিচ্ছে না। এসব দেখে নির্বাচন কমিশন মুখ বন্ধ করে আছে। তাদের মুখ বন্ধ তবে চোখ কান তো খোলা!

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, অধ্যাপক আহমেদ কামাল প্রমুখ। দেশের বিশিষ্ট ২৯ জন নাগরিকদের পক্ষ থেকে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

Bootstrap Image Preview