Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩ আউলিয়ার মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০২:২৯ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০২:২৯ PM

bdmorning Image Preview


সিলেটে পৌঁছে ৩ ওলির মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাজার জিয়ারত শেষে আওয়ামী লীগ সভানেত্রী বর্তমানে সার্কিট হাউসে অবস্থান করছেন।

শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ৪৭ মিনিটে বিজি-১২১১ ফ্লাইটযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.) মাজারে জিয়ারতে যান।

এরপর সকাল ১১টা ৫২ মিনিটে শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করে বেরিয়ে তিনি শাহপরান (র.) মাজারের উদ্দেশে রওনা হন। শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিন (র.) মাজার জিয়ারত শেষে তিনি সার্কিট হাউসে যান। 

এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, দলীয় প্রধান শেখ হাসিনা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে জেলা ও মহানগর নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন।

তিনি জানান, তিন আউলিয়ার মাজার জিয়ারত করে নেত্রী সিলেট সার্কিট হাউসে বিশ্রামে যাবেন। সেখানে তিনি মধ্যাহ্নভোজের পর বেলা ২টায় আলীয়া মাঠের জনসভাস্থলে যাবেন। সেখানে সার্কিট হাউজে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেল ৩টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। এরপর বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।

এদিকে, গত ৩০ জানুয়ারি সিলেটের আলীয়া মাঠে জনসভা করে এবারের নির্বাচনী প্রচারণা শুরুর আগাম ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।এ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠ, প্রস্তুত সভামঞ্চ।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে আলীয়া মাঠের চারদিক। নগরীতেও মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃংখলাবাহিনীর সদস্য। পয়েন্টে পয়েন্টে চলছে তল্লাশী। দলীয় প্রধানের জনসভা সামনে রেখে উজ্জীবিত চার জেলার আওয়ামী লীগ।

জনসভা শেষে ফেরার পথে সিলেট ক্লাবে বিভাগের নৌকার প্রার্থী ও সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময়ও করবেন বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

Bootstrap Image Preview