Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সার্বিয়ায় ট্রেন-স্কুলবাস সংঘর্ষে নিহত ৫, আহত ১৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪ AM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সার্বিয়ায় চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুলবাসের সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৩ জন।

গতকাল শুক্রবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় নিসে শহর এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নিসের নিকটবর্তী গ্রাম থেকে যাত্রী বহন করছিল বাসটি।  এ সময় ট্রেনটির ধাক্কায় দ্বিখণ্ডিত হয়ে মুচড়ে গেছে বাসটি।

সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জ্লাতিব লংকার বলেন, সংঘর্ষে ১৩ জন গুরুতর আহত হয়েছে যাদের মধ্যে আটজনই কিশোর। এদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর ও কিশোরীর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, ঘটনায় তাৎক্ষণিকভাবে মারা যান এক শিশুসহ তিনজন। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও দুইজন।

Bootstrap Image Preview