Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদী- ৪ আসনে হুমায়ুনকে পেয়ে উজ্জীবিত আওয়ামী লীগ, চলছে ব্যাপক গণসংযোগ

বাাকি বিল্লাহ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ PM

bdmorning Image Preview


নরসিংদী জেলার বেলাব এবং মনোহরদী দুইটি উপজেলা নিয়ে গঠিত নরসিংদী-৪ আসন। এই আসনের তিন বারের এমপি আলহাজ এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসন থেকে আবারও নৌকার প্রতীক নিয়ে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আরো সতেজ হয়ে উঠেছে।

আবারো হুমায়ুনকে সংসদে পাঠানোর জন্য নতুন শপথে কাজ করে যাচ্ছেন তারা। ইতিমধ্যে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে পাড়া মহল্লায় শুরু হয়েছে নৌকার জন্য ভোট চাওয়া।

জানা যায়, দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্ব দেন। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর তিনি দলকে সংগঠিত এবং প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে এ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি আবারও ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিরক্ষা, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কামিটির সভাপতির দায়িত্ব পালন করেন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি সব সময় এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছেন।

এরই মধ্যে তিনি ৫২০ কোটি টাকা ব্যয়ে আড়িয়ল খা এবং বহ্মপুত্র নদীর খনন কাজ শুরু করেন। ১১ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল সেতু, দৌলতপুর মরো নদীর উপর সেতু, মনতলা পুরানো ব্রহ্মপুত্র সেতুসহ ১০১ টি ছোট বড় কালভার্ট নির্মাণ করা হয়েছে।

এছাড়া সড়ক, স্কুল কলেজের একাডেমিক ভবন নির্মাণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, সার্ভার স্টেশন, ৩১ শয্যা থেকে ৫০ শয্যা হাসপাতাল উন্নীতকরণ, এম্বুলেন্স, শতভাগ বিদ্যুতায়ন, সাবস্টেশসসহ নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেন।

উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে হুমায়ুনের কোন বিকল্প নেই বলে মনে করেন, তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.ফজলুর রহমান বলেন, হুমায়ুন সাহেবকে আবার আমাদের মাঝে পেয়ে আমরা আরো উজ্জীবিত। উনার ত্যাগ-তিতিক্ষায় অত্র আসনে আওয়ামী লীগ আজ শক্ত অবস্থানে। আগামী নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ।

এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, নিরাপদ, শান্তি এবং উন্নয়নের বেলাব মনোহরদী এ শ্লোগানে রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার ব্যপক উন্নয়নের জন্য চেষ্টা করেছি। আশা করি এ নির্বাচনেও জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
 

Bootstrap Image Preview