Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সদরপুরে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৯ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সদরপুর উপজেলার ভোটগ্রহণ প্রিজাইডিং কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় সদরপুর সরকারি কলেজ কার্যালয়ের তিনটি কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ প্রশিক্ষণ হয়।

ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদারের আয়োজনে প্রশিক্ষণ সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর পুলিশ সুপার মোঃ জাকির হোসেন।

তিনি বলেন, সদরপুর উপজেলার নদী বেষ্ঠিত ৪টি ইউনিয়নের যাতায়াত পথ নদী কেন্দ্রিক। নির্বাচনের সামগ্রী নিয়ে আপনারা যথা সময়ে কেন্দ্রে চলে যাবেন। কোনো ভয় পাওয়ার কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনা অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠ নির্বাচনের জন্যে কাজ করবেন। আপনাদের নিরাপত্তার জন্য অস্ত্রধারী পুলিশ, আনসার থাকবে। এছাড়াও নদীতে সী-বোর্ডে মোবাইল টিম থাকবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.কাকলী মুখোপাধ্যায়, এসিল্যান্ড সজল কুমার শীল, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, সদরপুর নির্বাচন কর্মকর্তা ফেরদৌসি আক্তার।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সদরপুর উপজেলার বিভিন্ন দফতরের পোলিং ৬৪৭, সহকারী প্রিজাইডিং ৩২৩, প্রিজাইডিং ৭২সহ মোট ১০৪২জন কর্মকর্তা অংশ নেয়।

অনুষ্ঠানের আয়োজন করেন, সদরপুর উপজেলা নির্বাচন অফিস।
 

Bootstrap Image Preview