Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনা দেশের উন্নয়ন চান: আইনমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৫:১৯ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৫:১৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল উদ্দেশ্য।

আজ শুক্রবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী তার নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা -আখাউড়া) এলাকায় গণসংযোগকালে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘ শেখ হাসিনা দেশের উন্নয়ন চান। তিনি দল মতের উর্ধ্বে থেকে কাজ করেন। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’

প্রচারণাকালে আইনমন্ত্রীর সঙ্গে ছিলেন— আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহ্বায়ক সেলিম ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, পৌর আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খাদেম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, যুবলীগ নেতা রাজেশ সাহা, উপজেলা ছাত্রী লীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

সেখানে আইনমন্ত্রী দেবগ্রাম বালুর ছড়া নির্বাচনি অফিসের উদ্বোধন করেন। এসময় আইনমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আখাউড়া উপজেলা যুবদলের সভাপতি ফয়েজ আহাম্মেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। এর আগে আইনমন্ত্রী আখাউড়ার ১০টি গ্রামে গণসংযোগ করেন।

Bootstrap Image Preview