Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুকুরকে সমাবর্তনের গাউন পরিয়ে ডিগ্রি প্রদান!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬ PM

bdmorning Image Preview


সমাবর্তনের দিন সব শিক্ষার্থীর মতো কুকুরটির শরীরেও সমাবর্তনের গাউন। মাথায় কালো হ্যাট। আর মুখে সম্মানসূচক ডিপ্লোমা ডিগ্রির ফাইল। নিউইয়র্কের ক্লার্কসন ইউনিভার্সিটির সমাবর্তনে ব্রিটানি হাওলি নামে তাদের এক ছাত্রীকে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করে। সঙ্গে সঙ্গে গ্রিফিন নামে তার এক কুকুরকেও দেয়া হয়েছে সেই একই ডিগ্রি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ১৬ বছর বয়সে কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম ধরা পড়ে ব্রিটানির শরীরে। তখন থেকেই তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন।

আড়াই বছর ধরে গ্রিফিন তাকে সেবা দিচ্ছে। ক্লাসের জিনিসপত্র আনা, দরজা খোলা, ল্যাম্প নিয়ে যাওয়া, ফোন খুঁজে দেয়া সব কাজেই সে ব্রিটানিকে সাহায্য করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অকুপেশনাল থেরাপিতে স্নাতক ডিগ্রি অর্জনে দুজনই ক্লাসের সব কিছু ১০০ ভাগ অনুসরণ করেছে।

একই ক্লাস, বক্তৃতা, অনুষদের অ্যাপয়েন্টমেন্ট, গ্রুপ স্টাডি সেশন, সামাজিক কর্মকাণ্ড, গবেষণা প্রকল্প, ক্লিনিক্যাল অভিজ্ঞতা সবই ব্রিটানির সঙ্গে সঙ্গে গ্রিফিনও করেছে। তাই তাকেও এ ডিগ্রি প্রদান ন্যায়সঙ্গত।

ব্রিটানি বলেন, গ্রিফিন তার সবই করেছে, যা আমি করেছি। যখন আমি চাকরি পাব, তখনও সে সবসময় আমার সঙ্গে থাকবে।

Bootstrap Image Preview