Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'শুধু বিভাগই না, ফরিদপুরকে সিটি কর্পোরেশনও করা হবে'

ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪ PM

bdmorning Image Preview


শুধু বিভাগই না, ফরিদপুরকে সিটি কর্পোরেশনও করা হবে এবং ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করবে বলে আশ্বাস দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। 

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহর আওয়ামী লীগের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একাদশ সংসদ নির্বাচন জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমরা ফরিদপুরের চারটি আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আবারো প্রমাণ করবো ফরিদপুরের মাটি ও মানুষ বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার জন্য নিবেদিত।

তিনি বলেন, আমরা এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিলাম। গত দশ বছর সরকার প্রধান শেখ হাসিনা আমাদের ব্যাপক উন্নয়ন দিয়েছেন। ফরিদপুর এখন আর আগের ফরিদপুর নেই। এজন্য সকলকে আবারো নৌকায় ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, নৌকা মার্কায় ভোট দিলে যে মানুষ শান্তিতে থাকতে পারে সেটি প্রমাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ফরিদপুরের যে উন্নয়ন কাজ করে দিয়েছেন তা বিগত ৪০ বছরেও সম্পন্ন হয়নি। আগামীতে আবারো নৌকা প্রতীক বিজয়ী হলে ফরিদপুরকে তিনি বিভাগ ঘোষণা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ফরিদপুর শহর আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার শাহিন আহমেদের সভাপতিত্ব সভায় আরো বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফোয়াদ, যুবনেতা চৌধুরী হাসান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী প্রমুখ।

Bootstrap Image Preview