Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরা-১ আসনে মাথা ব্যথার কারণ লাঙ্গল!

এসএম বাচ্চু, তালা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৮:৩২ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৮:৩২ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৯ দিন। এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সমীকরণটা বরাবরের চেয়ে এবার ভিন্ন রুপ নিতে যাচ্ছে বলে বিভিন্ন দলের তৃর্ণমূল নেতাকর্মীরা মনে করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক ও ধানের শীষ প্রতিকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে লাঙ্গল প্রতিক।

সাতক্ষীরা-১ আসনে মহাজোট থেকে উন্মুক্ত হওয়ায় প্রধান শরীক দল জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করেছেন সাবেক তথ্যমন্ত্রী, জাপা চেয়াম্যানের উপদেষ্টা সৈয়দ দিদার বখ্ত। তিনি তালা-কলারোয়ার মানুষের কাছে তথ্যমন্ত্রী থাকাকালীন সময়ে এলাকার ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরতে সামর্থ্য হয়েছেন।

এলাকার সুশীল সমাজের ভোটাররা মনে করেন, নৌকা ও ধানের শীষের চেয়ে ক্লিন ইমেজ থাকা লাঙ্গল প্রতিকের প্রার্থী সৈয়দ দীদার বখতই সেরা। তিনি সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্তি একজন প্রার্থী।

যদিও বিএনপি তথা ২০ দলীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতিক নিয়ে দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শেষ সুযোগ হিসাবে তালা-কলারোয়ার বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন।

অপরদিকে, মহাজোটের রয়েছে একাধিক প্রার্থী। তালা-কলারোয়া আসনের জনগণ তাকে প্রার্থী হিসাবে পেয়ে আনন্দিত ও সৌভাগ্যমান মনে করছেন।

অপরদিকে, আ.লীগের শরিকদল ওয়ার্কর্স মনোনীত প্রার্থী হিসাবে আবারো মনোনয়ন পেয়েছেন এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে নির্বাচিত হন। তিনি নৌকা প্রতিক নিয়ে নিজের আসন ধরে রাখার চেষ্টায় জোরে সোরে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

দশম জাতীয় সংসদ সংসদ সদস্য থাকাকালীন সাধারন জনগণের আশা কতটুকু পুরণ করতে পেরেছেন সেটা হিসাব কষছেন ভোটাররা। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন সাতক্ষীরা জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি এস এম মুজিবুর রহমান (সরদার মুজিব)। তিনি সিংহ প্রতিক নিয়ে বিভিন্ন জায়গায় গণ সংযোগ ও নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাত পাখা প্রতিকে এফএম আসাদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আব্দুর রশিদ ও বাম গণতান্ত্রিক জোটের আজিজুর রহমান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

বর্তমানে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে হেভিওয়েট তিন নেতার ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে বলে সাধারণ ভোটাররা মনে করছেন। লাাঙ্গল (সৈয়দ দীদার বখ্ত), নৌকা (এড. মুস্তফা লুৎফুল­সহ), প্রার্থী নিয়ে ভোটারদের মধ্যে সকাল থেকে রাত অবদি চলে চুলচেরা বিশ্লেষণ।

তবে সাধারণ ভোটাররা বলছে, সৎ এবং যোগ্য ব্যক্তিকে এবার ভোট দেওয়া হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,২২,৮৯৮ জন এর মধ্যে পুরুষ ভোটার ২,১০,৭১৫ জন এবং মহিলা ভোটার ২,১২,১৮৩ জন। ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কে হচ্ছেন সাতক্ষীরা তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য।

Bootstrap Image Preview