Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলার ৪টি আসনই নৌকার গণজোয়ার বইছে: তোফায়েল

শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি:
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৪ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৮:০০ PM

bdmorning Image Preview


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সারা দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭০-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমন নৌকার পক্ষে গণজোয়ার হয়েছিল, ঠিক এবারো শেখ হাসিনার নেতৃত্বে ভোলাসহ সারা দেশে নৌকার গণজোয়ার। ভোলার ৪টি আসনই নৌকার গণজোয়ার বইছে। ৩০ ডিসেম্বর নির্বাচনে বিপুল ভোটে নৌকা জয়লাভ করবে। এখানে আওয়ামী লীগের জয় নিশ্চিত।

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) দুপুরে ভোলা শহরের জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় বিএনপি যে অভিযোগ করেছে তা সত্য নয়। বিএনপি নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, তাদের কোন্দল চরমে। ১০ বছরে ভোলায় বিএনপি-আ.লীগ সু-সম্পর্ক ছিল, কাউকে জেলে দেয়া হয়নি।

তিনি আরো বলেন, ২০০১-এর পরে বিএনপি মানুষের চোখ তুলে নিয়ে গেছে। গরু জবাই করে খেয়েছে। এবারো নির্বাচনে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করতে চায়। তিনি প্রশ্ন তুলেন কোন নির্বাচনে বিএনপি সন্ত্রাসী করেনি? বিএনির সেই অত্যাচারের প্রতিশোধ আওয়ামী লীগ নেয়নি। বিএনপি নিজেরা বোমাবাজি করেছে, পুলিশের ওপর হামলা করেছে, এ কারনেই তারা জেলে গেছে।

তোফায়েল আহমেদ বলেন, যারা যুদ্ধপরাধী-মানবতাবিরোধী-জামায়াতের সাথে হাত মিলিয়েছে (ড. কামাল, আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী) তাদের বিচার মানুষ করবে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা ২১ আগস্ট গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে এবং শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, আজ তারাই ওদের সাথে ঐক্য করেছে।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা বিশ্বের একজন মর্যাদাশালী নেতা। আজ বাংলাদেশ দরিদ্রতা নেই, গ্রামগুলো শহরে পরিনত হয়েছে। আগামি ৩০ডিসেম্বর নির্বাচনে আবারো জণগন নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী বানাবে।

সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব প্রমুখ।

Bootstrap Image Preview