Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি প্রার্থীর ৮টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৭:২২ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৭:২২ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আ.লীগ প্রার্থী নাজমুল হাসান পাপনের গণসংযোগ অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কুলিয়ার চর উপজেলার ছয়সুতি ইউনিয়ন ও দাড়িঁয়াকান্দি এলাকায় তিনি ভোটারদের সাথে গণসংযোগ করেন।

অপরদিকে, বিএনপি প্রার্থী শরীফুল আলমের ভাঙা পা নিয়ে গতকাল বুধবার তার এলাকার ৫নং পৌর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করলেও আজ বৃহস্পতিবার সারাদিন তিনি তার বাসার উঠানে বসে কর্মীদের সাথে মতবিনিময় করেন।

তিনি এই প্রতিনিধির নিকট অভিযোগে জানান, বুধবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কুলিয়ারচর উপজেলার বাজরা বাজার, আগরপুর বাসস্ট্যান্ড, মনোহরপুর, সালুয়া, রামদি এলাকার বিএনপির ৮টি নির্বাচনী ক্যাম্প ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা ভেঙ্গে চুরমার করে দেয়।

আজ বৃহস্পতিবার দুপুরে কুলিয়ারচরে গিয়ে দেখা যায় ক্যাম্পগুলির অফিসে চেয়ার, টেবিল, আলমারী, টিভি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। একটি মটরসাইকেলও তারা পুড়িয়ে দিয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনা রিটার্নিং অফিসারসহ নির্বাচন কমিশনকে লিখিতভাবে তিনি জানিয়েছেন বলে জানান তিনি।

শরীফুল আলম বলেন, আ.লীগ কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে ভোটদান থেকে বিরত রাখতে চান। তিনি নির্বাচনে উভয় প্রার্থীকে সমান সুযোগ দেয়ার দাবী করেন।

অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কুলিয়ারচরে পথসভায় তার বক্তব্যে বলেন, বিএনপি খুনীর দল। তারা ২১ আগষ্ট আমার মা নারী নেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে প্রেনেড দিয়ে হত্যা করেছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এদেশ আবার জঙ্গীবাদে রুপ নিবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই এবারের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা করতে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview