Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিইসি অস্তিত্বে আঘাত করেছে: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৪:০৭ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৪:০৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সিইসি তার বক্তব্যে একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বুধবার মাহবুব তালুকদার লিখিত বিবৃতিতে এ মন্তব্য করেন। এ সময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি, জবাবও দেননি।

সিইসির এ বক্তব্যের প্রতিবাদই বুধবার জানালেন মাহবুব তালুকদার। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ১৮ ডিসেম্বর রাঙ্গামাটিতে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে, সিইসিসহ সব নির্বাচন কমিশনার সমান।

সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে আমি মনে করি না।

পরদিন মঙ্গলবার রাঙ্গামাটিতে সিইসি কেএম নুরুল হুদা বলেন, মাহবুব তালুকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।মাহবুব তালুকদার আরও বলেন, ইতঃপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনও তার কথার প্রতিবাদ করিনি। কিন্তু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি- এ কথার প্রতিবাদ না করে পারলাম না।

মাহবুব তালুকদার বলেন, এখনও সংশ্লিষ্ট সবাইকে বলছি, আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই?

Bootstrap Image Preview