Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়া-৫ আসনে স্বাধীনতার পর এমপি হলেন যাঁরা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview


স্বাধীনতার পর বগুড়া-৫ আসনে (শেরপুর-ধুনট) ১ম থেকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) ৪ বার, বিএনপি (ধানের শীষ) ৫ বার এবং জাতীয় পার্টি (লাঙ্গল) ১ বার জয় লাভ করেছে। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্বাধীনতার পর ১৯৭৩ সালে ১ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাংবাদিক আমানউল্লাহ্ খান নির্বাচিত হন। তিনি শেরপুর উপজেলার জয়লা জুয়ান গ্রামের বাসিন্দা।

এরপর ১৯৭৯ সালে ২য় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান নির্বাচিত হন। তিনি ধুনট উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা। 

১৯৮৬ সালে ৩য় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ফেরদৌস জামান মুকুল নির্বাচিত হন। তিনি শেরপুর উপজেলার ধনকুন্ডি গ্রামের বাসিন্দা।

১৯৮৮সালে ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার নির্বাচিত হন। তাঁর বাড়ি ধুনট উপজেলার খাদুলী গ্রামে। 

১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ফেরদৌস জামান মুকুলকে ৫ হাজার ৮২৪ ভোটে পরাজিত করে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ সাংসদ নির্বাচিত হন। তিনি শেরপুর উপজেলার ধনকুন্ডি গ্রামের বাসিন্দা।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ৬ এবং ১২ জুন ৭ম জাতীয় সংসদ নির্বাচনেও গোলাম মোহাম্মদ সিরাজ নির্বাচিত হন।

২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ফেরদৌস জামান মুকুলকে ৮৪ হাজার ৫৯২ ভোটে পরাজিত করে চতুর্থ বারের মত বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ নির্বাচিত হন। 

২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী জানে আলম খোকাকে ১৫ হাজার ৩৬৮ ভোটে পরাজিত করে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান নির্বাচিত হন। তিনি ধুনট উপজেলার জালশুকা গ্রামের বাসিন্দা।

এছাড়া ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, বগুড়া-৫ আসন শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত। এরমধ্যে শেরপুর উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং ধুনট উপজেলায় ১০টি ইউনয়িন ও ১টি পৌরসভা রয়েছে। এই আসনের বর্তমান ভোটার রয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ২৭ জন। তন্মধ্যে শেরপুর উপজেলায় ২ লাখ ৫৪ হাজার ৩৬৯জন এবং ধুনট উপজেলায় ২ লাখ ২১ হাজার ৬৩৬ জন ভোটার। 

Bootstrap Image Preview