Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাম্ভীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০২:৪৯ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০২:৪৯ PM

bdmorning Image Preview


ভারতের অন্যতম শ্রেষ্ঠ ওপেনার তিনি। সদ্যই ক্রিকেট থেকে অবসর নেওয়া গৌতম গাম্ভীর নিজের খেলোয়াড় জীবনে বহুবার জড়িয়েছেন বিতর্কে। কিন্তু ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও, বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গাম্ভীর এর বিরুদ্ধে পরোয়ানা জারি করল দিল্লি আদালত! অভিযোগ প্রতারণার দায়ে অভিযুক্ত একটি রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে যুক্ত তিনি। এই অভিযোগে এর আগে বেশ কয়েকবার আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল গাম্ভীরকে। কিন্তু বারংবার বলা সত্ত্বেও হাজিরা না দেওয়াতেই এই পরোয়ানা জারি করা হয়েছে বলে জানাল আদালত।

অভিযোগে বলা হয়েছে যে ২০১১ সালে প্রায় ১ কোটি ৯৮ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বুক করলেও ফ্ল্যাট হাতে পাননি ১৭ জন ক্রেতা। রুদ্রা বিল্ডওয়েল রিয়ালিটি এবং এইচ আর ইনফ্রা সিটি নামক দুই সংস্থার এই যৌথ প্রকল্পের একাধারে ডাইরেক্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর, দুই’ই ছিলেন গম্ভীর।

এই প্রকল্পের হয়ে লাগাতার বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট কিনতে ক্রেতাদের আগ্রহী করেছিলেন বলে অভিযোগ উঠেছে গৌতম এর বিরুদ্ধে। কিন্তু একাধিকবার ডাক পাঠানোর পরেও আদালতে হাজির না হওয়ার জন্য গৌতমের বিরুদ্ধে ১০,০০০ টাকার জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ জানুয়ারী স্থির করা হয়েছে বলে জানানো হয়েছে।

Bootstrap Image Preview