Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহান বিজয় দিবস সম্মাননা-২০১৮ পেলেন নূর নবী 

 কুমিল্লা ( হোমনা-তিতাস) প্রতিনিধি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ PM

bdmorning Image Preview


সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মহান বিজয় দিবস সম্মাননা-২০১৮ পুরস্কার পেলেন কুমিল্লা তিতাস থানাধীন ৩নং বলরামপুর ইউপি পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নূর নবী।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘স্বাধীনতা সংসদ’ আয়োজিত ‘মুক্তিযুদ্ধ আমার অহংকার, স্বাধীনতা আমার শ্রেষ্ঠ অর্জন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের সাবেক মাননীয় বিচারপতি ও গণতদন্ত কমিশন এর চেয়ারম্যান মোহাম্মদ শামসুুল হুদার হাত থেকে নূর নবী চেয়ারম্যান এ সম্মাননা গ্রহণ করেন।

উক্ত অনুুুষ্ঠানে স্বাধীনতা সংসদ এর প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইষ্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা সহীদুল হারুন, এটিএন বাংলার উপদেষ্টা চেয়ারম্যান লেঃ কর্নেল অবঃ মীর মোতাহার হাসান, কন্ঠ শিল্পী বুলবুল মহলানবীশ, হাসান মতিউর রহমান, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন এর সভাপতি আবুল বাসার হাওলাদার, রেক্রিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডঃ আব্দুল্লাহ খাঁন রনি, বিশিষ্ট  আইনজীবী এডভোকেট প্রমূখ।

নূর নবী বলেন, ‘স্বাধীনতা সংসদ' একজন মুক্তিযোদ্ধার হাত ধরে এগিয়ে চলা ঐতিহ্যবাহী একটি সংগঠন। এই সংগঠন কর্তৃক এমন সম্মাননা পেয়ে সত্যিই ভীষণ আনন্দিত ও গর্বিত। এর আগে নূর নবী স্বাধীনতা সংসদসহ বিভিন্ন সংগঠনের পুরস্কার লাভ করেন। 

Bootstrap Image Preview