Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, আহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কক্সবাজারের চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠ এলাকায় এক ছাত্রীকে ইভটিজিংয়ের সময় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন আহত করেছে বখাটেরা।

বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

রাতে অভিযান চালিয়ে বখাটে যুবক জাহেদকে (১৮) আটক করেছে পুলিশ। সে চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড শমসের পাড়ার মৃত আব্বাস মিয়ার ছেলে।

আহতরা হলেন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইসমাইল হাসান সাকিব (১৬), তার চাচাতো ভাই চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির শিক্ষার্থী তানসির (১৪) ও রিকশাচালক জিয়াবুল করিম (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ছাত্রীকে কয়েকজন বখাটে ইভটিজিংয়ের চেষ্টাকালে সাকিব বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা সাকিব ও তার চাচাতো ভাই তানসিরকে ছুরিকাঘাত করে। এ সময় আহত দু’জনকে উদ্ধার করার চেষ্টা করলে রিকশাচালক জিয়াবুল করিমকেও ছুরিকাঘাত করে বখাটেরা।

আহতদের মধ্যে নাড়িভুড়ি বের হয়ে যাওয়া রিকশাচালক জিয়াবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাকিবকে চকরিয়া সিটি হাসপাতাল ও তানসিরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান চকরিয়া থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী।

Bootstrap Image Preview