Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনা সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১১:৫২ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১১:৫৩ AM

bdmorning Image Preview


আফগানিস্তান বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ তালেবান প্রতিনিধিদের সঙ্গে তিনদিনের বৈঠক শেষ ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করলো টুইটে। আফগান সরকারের সঙ্গে তালেবানকে আলোচনায় বসানো ছিল আবু ধাবি বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য।

আবু ধাবিতে গত তিনদিনের আলোচনায় কতটা অগ্রগতি হয়েছে সে সম্পর্কে তেমন কোনো খবর পাওয়া যায়নি। তবে খালিলজাদ নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, আফগান যুদ্ধের ইতি ঘটানোর লক্ষ্যে আরব আমিরাতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জালমাই খালিলজাদ সংযুক্ত আরব আমিরাতে তালেবানের সঙ্গে বৈঠক শেষ করে ইসলামাবাদ সফর করেন এবং পাকিস্তান সরকার এই আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন বলেও জানিয়েছেন খালিলজাদ। তিনি এখন এ সংলাপের অগ্রগতি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও নির্বাহী প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহকে জানানোর জন্য কাবুল সফরে গেছেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আবু ধাবি বৈঠকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও তালেবান বন্দিদের মুক্তি নিয়ে কথা হয়েছে। তবে আফগানিস্তানে ঐক্যমত্যের সরকার গঠন বা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা তিনি অস্বীকার করেছেন।

আবু ধাবি বৈঠকে তালেবানের কাতার দপ্তর, তালেবানের সামরিক শাখার প্রতিনিধিদের পাশাপাশি আমেরিকা, পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ১৯৯০’র দশকের শেষভাগে আফগানিস্তানের তালেবান শাসনামলকে বিশ্বের যে তিনটি দেশ স্বীকৃতি দিয়েছিল সেগুলো ছিল পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

Bootstrap Image Preview