Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ট্রাম্পকে বাঁধা দিলেন পেন্টাগনের কর্মকর্তারা!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ AM

bdmorning Image Preview


পেন্টাগনের কর্মকর্তারা ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প যাতে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ না দেন; কারণে এর ফলে সিরিয়ায় তাদের ভাষায় ইরান ও রাশিয়ার প্রভাব উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে তার দেশের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় মার্কিন সেনা পাঠানোর একমাত্র উদ্দেশ্য ছিল উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের উপস্থিতি যে গোষ্ঠী এরইমধ্যে পরাজিত হয়েছে। তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে ‘অবিলম্বে’ মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

সিরিয়ায় দায়েশ বিরোধী কথিত যুদ্ধে অংশগ্রহণের জন্য দামেস্কের অনুমতি ছাড়াই দেশটির উত্তরাঞ্চলে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছিল আমেরিকা। তবে দায়েশ নির্মূল হয়েছে ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনীর অভিযানে। মার্কিন সেনাদের এ কাজে তেমন ভূমিকা ছিল না। সিরিয়ায় সেনা পাঠানোর পর মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, দেশটি দায়েশকে উৎখাত করতে কয়েক দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এ ছাড়া, দায়েশ বিরোধী যুদ্ধ বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রেট ম্যাকগভার্ন কয়েকদিন আগে বলেছিলেন, দায়েশ কখনো নির্মূল হয়ে যাবে না। কাজেই সিরিয়ার উত্তরাঞ্চলে স্থিতিশীলতা ধরে রাখার জন্য আমাদেরকে সেখানে সেনা মোতায়েন করে রাখতে হবে।

Bootstrap Image Preview