Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই সন্তানের মৃত্যুতে মায়ের ৪০ বছরের জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৭:০৯ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৭:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুই মেয়েকে ৯০ ডিগ্রি তাপমাত্রায় গাড়িতে বন্ধ রেখে পার্টিতে গিয়েছিলেন আমান্ডা হকিংস (১৯) নামে এক নারী।

পার্টি শেষে গাড়ির দরজা খুলে তাদের আর বাঁচাতে পারেননি তিনি। তাদের মৃত্যুর কারণে আমান্ডা হকিংসকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর বিবিসির।

আসল ঘটনা আড়াল করে ২০১৭ সালের ৭ জুন আমান্ডা হকিংস তার ১ ও ২ বছরের দুই মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। একটি লেকের কাছে ফুটে থাকা ফুলের গন্ধ শুকেই তার দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে বলে তখন হাসপাতালের চিকিৎসকদের জানিয়েছিলেন ওই নারী।

তবে একটি সংবাদ চ্যানেলের খবরে বলা হয়, সারারাত বাচ্চাদের গাড়িতে বসিয়ে রেখে পার্টি করতে চলে যান মা। পুলিশের সেখান থেকেই সন্দেহ হয়।

প্রায় ১৫-১৮ ঘণ্টা হিল কান্ট্রির ৯০ ডিগ্রি তাপমাত্রায় গাড়ির ভেতর বন্ধ হয়েছিল ওই শিশুরা। সেখানেই দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাদের।

শুনানির সময় বিচারক আমান্ডাকে ভর্ৎসনা করে বলেন, মানুষ নিজের পোষা কুকুরদেরও এর চেয়ে বেশি খেয়াল রাখে। এর পরই ওই মহিলাকে ৪০ বছরের কারাদণ্ডের সাজার আদেশ দেন বিচারক।

Bootstrap Image Preview