Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সাতক্ষীরার মর্যদা ফিরিয়ে আনা হবে'

মীর খায়রুল আলম, সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৬:০৩ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৬:০৩ PM

bdmorning Image Preview


সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল বলেছেন, সাতক্ষীরা জেলায় অনেক মহা পুরুষের জন্য। এই জেলা সুজলা, সুফলা শস্য শ্যামল। এখানের মানুষ অনেক শান্তিপ্রিয়। কিন্তু বিগত ২০১৩/১৪ সালে কিছু মানুষের জন্য এটি নরকে পরিণত হয়েছিল। সেদিন ছিল জাতীয় নির্বাচনের সময়। আর এখানে থেকে কয়েক দিন আবারও অনুষ্ঠিত হবে সেই কাঙ্খিত সংসদ নির্বাচন।

আজ বুধবার বেলা ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ঘিরে কোন নাশকতা, সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। ইতিপূর্বে সাতক্ষীরা সুনাম ছিল কিন্তু বিগত দিনের কিছু ভুলে সেটি বদনামে পরিণত হয়েছে। তাই আগামী ৩০ ডিসেম্বর অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন উপহার প্রদানের মধ্যে দিয়ে জেলার মর্যদা ফিরিয়ে আনতে হবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বর্তমান বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় উপনিত হয়েছে। তাই কোন বাধা এই অগ্রগতিকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা বীরের জাতী। সব বাধা পেরিয়ে বিজয় আনবই। সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আপনাদের সহযোগীতা প্রয়োজন।

তিনি বলেন, আপনারা দেশের নাগরিক, আপনাদের দায়িত্ব ভোট দেওয়া। আর আমাদের দায়িত্ব নিরাপত্তা প্রদান করা। আপনারা ভোটের দিন দেখে শুনে সঠিক প্রার্থীকে মুল্যবান ভোট প্রদান করে রাষ্ট্র গঠনে অংশ নিবেন। ভোটের আগে পরে সংখ্যালঘু সদস্য হামলার শিকার না হয় সেদিকে সচেষ্ট থাকবে প্রশাসন।

তিনি দেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরে আরো বলেন, সময় এসেছে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার। তাই অপশক্তিকে আর সুযোগ দেওয়া হবে না। আর তাই যেকোন  অপ্রীতকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনা, আনছার, গ্রাম পুলিশ, সিভিল প্রশাসন সহ বিভিন্ন বাহিনী ইতিমধ্যে মাঠে নেমেছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করা হবে। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন প্রত্যেক ভোটার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসবেন। কোথাও কোন বাধার সম্মূখিন হলে প্রশাসনকে বললেই সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা মনের ভিতর ভয় না রেখে উৎসবের আমেজে কেন্দ্রে যেয়ে মুল্যবান ভোট দিয়ে সরকার গঠন করবেন।

তিনি বলেন, আপনারা যাতে সুন্দর ও সুষ্ঠ ভাবে ভোট দিতে পারেন সে জন্য দায়িত্ব প্রাপ্তদের বিভিন্ন পর্যযে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, জঙ্গী, সন্ত্রাস, নাশকতা, অপ্রপ্রচার, গুজব না ছড়ায় সেদিকে সকলে খেয়াল রাখবেন। মনে রাখবেন সাতক্ষীরার মাটিতে আর কোন জঙ্গীবাদ, সন্ত্রাসী, নাশকতাকারীর স্থান দেওয়া হবে না। তাই প্রশাসনকে তথ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বাজায় রাখতে সাহয্য করবেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর মাহবুব রহমান খান, জেলা আনছার কমান্ডার মনিরুল ইসলাম, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য বানু আল কাদেরী, স্থানীয় দিপক ঘোষ।

Bootstrap Image Preview