Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরণ অনশনে অসুস্থ লতিফ সিদ্দিকী, আনা হচ্ছে ঢাকায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:২৯ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নির্বাচনি প্রচারণায় হামলার প্রতিবাদে আমরণ অনশনের চতুর্থ দিনে টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকায় আনা হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হবে মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠককে।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন লতিফের ভাতিজা জিন্টু সিদ্দিকী। তিনি জানান, তিন দফা দাবিতে আমরণ অনশনে বসার পর নিয়মিত ওষুধ না খাওয়ায় তার অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে সকালে অসুস্থ লতিফ সিদ্দিকীকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন।

গত রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল-বল্লভবাড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীসহ কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। হামলায় প্রচার বহরের চারটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং কমপক্ষে ২০জন নেতাকর্মী আহত হন। এরপর লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার ও হামলাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেন।

গতকাল মঙ্গলবার ছিল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকীর জন্মদিন। তবুও অনশণ থেকে একচুল নড়েননি তিনি। গতকাল ভোরে মুষলধারে বৃষ্টি শুরু হলে তাঁবুর ভিতর পানি পড়তে থাকে। পরে আমরণ অনশনরত লতিফ সিদ্দিকীকে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় নেওয়া হয়। সকালে সেখানে তিনি অসুস্থবোধ করেন।

খবর পেয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দা থেকে তাকে পাশের একটি খোলা টিনসেডে স্থানান্তর করা হয়।

সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান নির্দেশনা পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহাকে জানান। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোফাজ্জল হোসেনকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়।

এ সময় চিকিৎসকদের লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল নই। আমার দাবি মেনে নেওয়া হোক, না হলে মরে গেলেও অনশন ভাঙব না।’

Bootstrap Image Preview