Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে ৫০ নেতাকর্মী আটক

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০৬ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলমের নির্বাচনী কার্যালয় থেকে ৫০ নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৭৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই এলাকায় অবস্থিত বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে সংসদ সদস্য প্রার্থী ডা. শহীদুল আলম নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলাপ-আলোচনাকালে পুলিশ সেখান থেকে ৫০ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সম্পাদক জুলফিকার আলী জুলু, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহছান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, আশাশুনির শোভনালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহছাফুর রহমান মুকুল, দেবহাটা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য ইবাদুল ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আবু হাসানসহ প্রায় ৫০ জন নেতাকর্মী।

ধানের শীষের প্রার্থী ডা. শহিদুল আলম জানান, তিনি নির্বাচনের দিন বিভিন্ন স্থানে পোলিং এজেন্ট ঠিক করার জন্য মঙ্গলবার রাতে নেতাদের নিয়ে আলোচনা করছিলেন। এ সময় কালিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার জাবিরুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ তাদের অফিস ঘিরে ফেলে। এ সময় সেখান থেকে কমপক্ষে ৫০ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় তারা।

তিনি বলেন, আমি তাদের আটকের বিষয়টি জানতে চাইলে পুলিশ বলে- তাদের বিরুদ্ধে মামলা আছে।

কালিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, সেখান থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে।

এ দিকে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করেছে।

এর মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ৪ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ১৩ জন, শ্যামনগর থানা থেকে ৯ জন, আশাশুনি থানা থেকে ১৪ জন, দেবহাটা থানা থেকে ৬ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Bootstrap Image Preview