Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলে সশস্ত্র স্টাফ রাখার সুপারিশ ট্রাম্প নিরাপত্তা প্যানেলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯ PM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত নিরাপত্তা প্যানেল মঙ্গলবার সুপারিশ করেছে যে যুক্তরাষ্ট্রের স্কুলগুলো সশস্ত্র স্টাফ রাখার বিষয় বিবেচনা করতে পারে।

গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হত্যাকান্ডের ঘটনার পর শিক্ষামন্ত্রী বেটসি ডেভসের নেতৃত্বে স্কুল নিরাপত্তা প্যানেল বিষয়ে ফেডারেল কমিশন গঠন করা হয়। স্কুলে ওই হামলার ঘটনায় ১৭ জন নিহত হয়। স্কুলটির সাবেক এক শিক্ষার্থী এ হামলা চালায়। এতে অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বন্দুক ক্রয়ের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন বয়স বাড়ানো দাবি নাকচ করে দিয়েছে কমিশন। ১৮০ পৃষ্ঠার তাদের প্রতিবেদনে যুক্তি তুলে ধরে বলা হয়েছে, স্কুলে হামলা চালানো অধিকাংশ ব্যক্তি পরিবারের সদস্য বা বন্ধুদের কাছ থেকে তাদের অস্ত্র পেয়েছে। এর পরিবর্তে তারা স্কুলের নিরাপত্তা এবং সহিংসতা দ্রুত মোকাবেলার স্বার্থে সশস্ত্র স্টাফ রাখার পরামর্শ দিয়েছে।

কমিশনের সুপারিশে আরো বলা হয়, এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ অভিজ্ঞ সামরিক ও পুলিশ কর্মকর্তাদের নিয়োগ করতে পারে।

Bootstrap Image Preview