Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বার্লিনে মসজিদে পুলিশের অভিযান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৯ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


জার্মানির বার্লিনে এক মসজিদে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। পুলিশের দাবি, মসজিদটির ইমাম সিরিয়ায় আইএস জঙ্গিদের অর্থায়নে সহায়তা করেছেন।

জার্মান প্রসিকিউটররা বলেছেন, সন্ত্রাসীরা যেন অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারে সেজন্যই তিনি এই অর্থায়ন করেন।

বার্লিনের উত্তরাঞ্চলীয় শহর ওয়েডিংয়ের আস-শাবা মসজিদে মঙ্গলবার এই অভিযান চালানো হয়। আহমেদ নামে মসজিদটির ইমামের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে এ অভিযান চালানো হয়। তবে এ ব্যাপারে সেই ইমাম কিংবা তার কোনো আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০১৬ সালে একটি ইসলামপন্থি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুইশটিরও বেশি ফ্ল্যাট বাড়ি, অফিস এবং দুটি মসজিদে অভিযান চালায় দেশটির পুলিশ। সংগঠনটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জন্য যোদ্ধা সংগ্রহের চেষ্টা করছিল বলে অভিযোগ ছিলো

Bootstrap Image Preview