Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৩:২৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৩:২৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর গুলশানে একটি হোটেলে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার, তুরস্কের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও পলিটিক্যাল সেক্রেটারিরা বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকের ড. কামাল হোসেনের সঙ্গে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন খান প্রমুখ।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা হবে।

Bootstrap Image Preview