Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লা অভিমুখে রোডমার্চে ঐক্যফ্রন্টের নেতারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০২:১৪ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০২:১৪ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দিতে কুমিল্লার উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের নেতারা। 

বুধবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে রওয়ানা হন। এই রিপোর্ট লেখার সময় বেলা ১২টা ০৫ মিনিটের দিকে জোটের নেতারা মুন্সীগঞ্জে অবস্থান করছিলেন।

কুমিল্লা যাওয়ার পথে বিভিন্ন মোড়ে মোড়ে ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করছেন মির্জা ফখরুলসহ ঐক্যফ্রন্টের নেতারা। এ সময় লিফলেটও বিলি করা হচ্ছে।

এরআগে ঐক্যফ্রন্টের হেড অফ মিডিয়া ও প্রচার সম্বনয়ক ড. মেহেদী মাসুদ মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করার কথা নিশ্চিত করেন। উল্লেখ্য, এর আগে ময়মনসিংহ অভিমুখে রোডমার্চ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। যদিও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন নিরাপত্তা জনিত কারণে ঐ রোর্ডমার্চে যাননি।

জানা গেছে আজ বুধবার কাঁচপুর থেকে প্রচারণা শুরু করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ওইদিন কুমিল্লা, ফেনী, নোয়াখালী হয়ে তারা চট্টগ্রামে যাবেন। ২০ ডিসেম্বর তারা ঢাকায় ফিরবেন। ২২ ডিসেম্বর রাজশাহী ও ২৩ ডিসেম্বর বরিশালের উদ্দেশে যাত্রা করবেন। তবে রাজশাহী ও বরিশাল রুটে যাওয়ার পথে কোন কোন জেলায় নেতারা প্রচারে অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে তারা সড়কপথে যাবেন বলে জানা গেছে। বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারে কৌশলী অবস্থান নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। হামলা-গ্রেফতার এড়াতে প্রার্থীর পক্ষে সিলেট ময়মনসিংহের পর রাজধানীসহ সারা দেশে দল বেঁধে প্রচারে নামবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

এদিকে, সারা দেশে প্রচার-প্রচারণা সফল করতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা দফায় দফায় বৈঠক করছেন। এছাড়া রাজধানীসহ পর্যায়ক্রমে সারা দেশে প্রচারে অংশ নেবে ঐক্যফ্রন্ট।

Bootstrap Image Preview