Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের ৮ লাখ কৃষকের ৬’শ কোটি টাকা ঋণ মওকুফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০১:১৩ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


লোকসভা নির্বাচনকে লক্ষ করে ভারতের আসামের কৃষকদের ৬০০ কোটি টাকার বেশি ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের বিজেপি সরকার। এতে করে ওই রাজ্যের ৮ লক্ষাধিক কৃষক উপকৃত হবেন। 

দেশটির সরকারি কোষাগার থেকে এই অর্থ দেওয়া হবে খবরে বলা হয়েছে। এ সম্পর্কে দেশটির পরিষদীয়মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন, গত সোমবার রাতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, এই প্রকল্পের আওতায় ওই রাজ্যের কৃষকদের যে কোনও কিষাণ ক্রেডিট কার্ড বা ব্যাংক ঋণের ২৫ শতাংশ মকুব করে দেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ঋণ ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী।

এছাড়া ওই রাজ্যের কৃষকদের কথা বিবেচনা করে নতুন প্রকল্পের ঘোষণা করছে বিজেপি সরকার। বলা হয়েছে, নতুন প্রকল্পের আওতায় কৃষকের বিনা সুদে লোন পাবেন। তবে আগামী বছর থেকে এই প্রকল্প চালু হবে।

দেশটির বিশ্লেষকরা জানান, আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ করে এসব প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তাই নির্বাচনের হাতিয়ার হিসাবে কৃষকদের ঋণ মকুবের বিষয়টি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হবে।

গেল কয়েকদিন আগে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার।

Bootstrap Image Preview