Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুমকির উঠান বৈঠকে প্রাণ পাচ্ছে তৃণমূল আ’লীগ 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে জমে উঠেছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি’র উঠান বৈঠক। প্রতিদিনই তিনি তার নির্বাচনী এলাকার কোথাও না কোথাও একাধিক উঠান বৈঠক করছেন। আর এসব উঠান বৈঠকে প্রাণ ফিরে পাচ্ছে স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী।

আজ বুধবার সকাল থেকে প্রতিমন্ত্রী চুমকি তার নির্বাচনী এলাকার কালীগঞ্জ পৌরসভার দড়িসোম, মুনশুরপুর, উত্তরগাঁও ও চৌড়ায় কয়েকটি উঠান বৈঠক করেন। প্রতিটি উঠান বৈঠকেই তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে তৃণমূলের নারী নেত্রীরা প্রতিমন্ত্রী চুমকিকে কাছে পেয়ে উজ্জীবিত হয়ে উঠছেন। আর প্রতিমন্ত্রীও উঠান বৈঠকগুলোতে দেশের উন্নয়নে কাজ করতে নারীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।

এসময় চুমকি বলেন, আমি আশা করি আগামী ৩০ শে ডিসেম্বর সকালে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে কেউ ভুল করবে না। কারণ আমি ১০ বছর আগে দায়িত্ব নেয়ার পর কালীগঞ্জ নামের অবহেলিত জনপদকে দ্রুত উন্নয়নের মহাসড়কে আনতে সক্ষম হয়েছি। মানুষের চাহিদা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সমস্যার সামাধান করেছি। তাই আসুন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর ও সমৃদ্ধশালী আগামীর কালীগঞ্জ গড়ে তুলতে আমরা সবাই শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠন করতে নৌকা মার্কায় ভোট দেই। 

Bootstrap Image Preview