Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুগল-ফেসবুকের উপর কর বসাচ্ছে ফ্রান্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৮ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৮ AM

bdmorning Image Preview


গুগল, ফেসবুক ও অ্যামাজনের উপর পৃথকভাবে করারোপের কথা জানিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লো মেয়ার। আগামী বছরের ১ জানুয়ারি ওই করারোপ করা হবে। এই নতুন করের ফলে শুধু ২০১৯ সালেই ফ্রান্স ৫০ কোটি ইউরো কর আদায় করবে বলে জানিয়েছেন তিনি। 

সোমবার তিনি এই করারোপের ঘোষণা দেন। খবর কার্তেজ'র।

খবরে বলা হয়, ফ্রান্সের আরোপিত নতুন একটি করকে সংক্ষেপে ‘গাফা ট্যাক্স’ বলা হচ্ছে। গুগল, অ্যাপল, ফেসবুক ও অ্যামাজনের নামের আদ্যাক্ষর নিয়ে এই নামকরণ করা হয়েছে।

ফ্রান্সের কর্তৃপক্ষ বলছে, ইউরোপে এসব প্রতিষ্ঠান যে বিপুল অংকের ব্যবসা করছে, সেই অনুযায়ী ন্যায্য ট্যাক্স আদায় করতে এই কর বসানোর পরিকল্পনা করছেন তারা।

 

Bootstrap Image Preview